রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও ধারালো অস্ত্রসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৬শে অক্টোবর ২০২২ ০৫:৪২ অপরাহ্ন
রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও ধারালো অস্ত্রসহ গ্রেফতার ৫

রাজবাড়ীতে ডাকাতির প্রস্তুতির সময় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামীসহ ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছে থাকা একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন, নয় রাউন্ড গুলি ও সাতটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।


বুধবার (২৬ অক্টোবর) বেলা ১১টা৷ দিকে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন মামলায় চার্জশীটভুক্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দাগী আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।


গ্রেফতারকৃতরা হলেন- রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা গ্রামের মো. রাজ্জাক উদ্দীনের ছেলে রাহাদ বিশ্বাস (২৫), আব্দুল কুদ্দুসের ছেলে মো. রমজান আলী (২৪), বিনোদপুর গ্রামের মৃত ফরহাদ মন্ডলের ছেলে আরিফ মন্ডল (২৯), সদর উপজেলার আলাদীপুর গ্রামের কুব্বাদুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৫), আলাদীপুর গ্রামের ইকবাল শেখের ছেলে মো. আলীম শেখ (২৩)। এ সময় ৭/৮ জন আসামী কৌশলে পালিয়ে যায় বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত রাতে রাজবাড়ীর সদর উপজেলার খানখানপুর ইউনিয়নের সরদারপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।


এ বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জানান, মঙ্গলবার রাতে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সরদারপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বিদেশী পিস্তল, ম্যাগজিন, গুলিসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রাহাদ বিশ্বাস যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী। তাদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।


প্রেস ব্রিফিং-এ রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন এন্ড অর্থ) মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. রেজাউল করিম, রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন, টিআই তারক পালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।