দেবীদ্বারে অটিজম বিষয়ক সচেতনতামূলক সেমিনার

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: শনিবার ১৩ই মে ২০২৩ ০৮:২২ অপরাহ্ন
দেবীদ্বারে অটিজম বিষয়ক সচেতনতামূলক সেমিনার

"অটিজম কোনো অক্ষমতা নয়, একটি ভিন্ন রকম সক্ষমতা" এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবীদ্বারে ডাঃ ফেরদৌস খন্দকার কারিগরি স্কুলের আয়োজনে অটিজম বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


শনিবার সকালে দেবীদ্বার এবিএম গোলাম মোস্তফা পৌর মিলনায়তনে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। শেখ রাসেল ফাউন্ডেশন দেবীদ্বার উপজেলা শাখার সভাপতি রাশেদা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি লুৎফুর রহমান বাবুল'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহরিয়ার ফারুক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেখ রাসেল ফাউন্ডেশন ইউএস ইনক্ সভাপতি ডা. ফেরদৌস খন্দকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেবীদ্বার এস এ সরকারি কলেজের ইংরেজি প্রভাষক মিতা চৌধুরী। 


এ সময় আরো উপস্থিত ছিলেন দেবীদ্বার সরকারি কলেজের সাবেক অধ্যাপক আলী ইমাম, মহিলা শ্রমিক লীগের উপ‌জেলা সভাপ‌তি শাহিনুর লিপি, ফেনী ডায়াবেটিক হাসপাতালের ডা. শাহ মোঃ ফজলে রাব্বী, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ খলিলুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভানী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ভূইয়া, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মনিরুল ইসলাম সহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে সমূ‌হের প্রধান শিক্ষক ও পৌর এলাকার মসজিদের ইমামগন। অনুষ্ঠানে অটিজম রোগিদের বিভিন্ন লক্ষন এবং এবিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।