নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রামে জনদুর্ভোগ সৃষ্টিকারী খাল কাটার প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রোববার সকাল ১১টার দিকে উপজেলার চিরিঙ্গা বাজারে অনুষ্ঠিত এই মানববন্ধনে স্থানীয় শত শত মানুষ অংশ নেন।
এ সময় বক্তারা অভিযোগ করেন, চিরিঙ্গা খালটি পূর্বে সি-৩ প্রজেক্টের আওতায় একাধিকবার সংস্কার করা হলেও, চিরিঙ্গা খালের নোয়াখালী খালের অংশের বাঁধ সংস্কার করা হয়নি। ফলে বর্ষাকালে তাদের বাড়ি-ঘর, ফসলি জমি ও মৎস্য খামার পানির নিচে তলিয়ে যায়। সম্প্রতি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) আবারো চিরিঙ্গা খালের সংস্কারের উদ্যোগ নিয়েছে, তবে খালটির মাথার বাঁধ কাটা হয়নি।
স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেন, খালের মাথার বাঁধ না কাটলে এলাকার বহু পরিবার বিপদে পড়বে এবং তাদের বসবাসযোগ্য স্থান অনাবৃষ্টি ও বন্যায় তলিয়ে যেতে পারে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, খালের মাথার বাঁধ কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক, যাতে এলাকার মানুষ জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি পেতে পারে।
স্থানীয় বাসিন্দারা বলেন, "আমরা আগে থেকেই চিরিঙ্গা খালের বাঁধ সংস্কারের জন্য বারবার দাবি জানিয়েছি, কিন্তু কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বর্ষাকালে জলাবদ্ধতায় আমাদের জীবন-যাপন কষ্টকর হয়ে পড়ে। এখন আবার খালটি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে, অথচ তাতে আমাদের সমস্যার কোন সমাধান হবে না।"
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের কাছে দাবি জানান, খালের নিকটবর্তী বাঁধ দ্রুত সংস্কার করা হোক এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা হোক, যাতে তারা জলাবদ্ধতা থেকে রক্ষা পায়।
এ বিষয়ে স্থানীয় প্রতিনিধিরাও একমত হয়ে বলেন, "এলাকার মানুষের দুর্ভোগ মেটাতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া উচিত।" মানববন্ধন শেষে একটি স্মারকলিপি প্রদান করা হয়, যাতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।