দেশে সচল হলো ফেসবুক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২১, ২১:৫২

শেয়ার করুনঃ
দেশে সচল হলো ফেসবুক

অবশেষে দেশে সচল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে সামাজিক যোগাযোগমাধ্যমটিতে স্বাভাবিকভাবেই প্রবেশ করতে পারছেন।

ফেসবুক সচল হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র।

তিনি বলেন, সাড়ে ৭টার দিকে ফেসবুক সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে এটি সাময়িকভাবে ডাউন করা ছিল। এর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র সংবাদমাধ্যমকে বলেছিলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে ফেসবুক বন্ধ রাখা হয়েছে। চালু করার বিষয়ে দিনক্ষণ কিছু বলা যাচ্ছে না।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

শুক্রবার (২৬ মার্চ) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ম্যাসেঞ্জার ব্যবহার করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন বাংলাদেশের ব্যবহারকারীরা। এমন অবস্থায় শনিবার (২৭ মার্চ) একটি বিবৃতি দেয় সোশ্যাল এই মিডিয়া জায়ান্ট।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে শুক্রবার (২৬ মার্চ) দেশের কিছু ইসলামপন্থি দল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে, যা পরবর্তীতে সহিংসতায় রূপ নেয়। সহিংসতা শুরু হবার কিছুক্ষণ পর থেকেই মূলত দেশের ফেসবুক ও ম্যাসেঞ্জার ব্যবহারকারীরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করতে পারছেন না।

এ প্রসঙ্গে ফেসবুক তাদের বিবৃতিতে বলেছে, বাংলাদেশে ফেসবুকের সেবাগুলো আপাতত সীমিত করে দেওয়া হয়েছে। আমরা এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করে যাচ্ছি। আশা করছি শিগগিরই পূর্ণাঙ্গ সেবা পুনরায় চালু করা সম্ভব হবে। করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণের জন্য যখন কার্যকর যোগাযোগ প্রয়োজন। তখন বাংলাদেশে ফেসবুকের সেবা সীমিত করে দেওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন।

 

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

কৃত্রিম বুদ্ধিমত্তায় বড় পরিবর্তন আনছে গুগলের নতুন 'জেমিনি ২'

কৃত্রিম বুদ্ধিমত্তায় বড় পরিবর্তন আনছে গুগলের নতুন 'জেমিনি ২'

গুগল আবারও প্রযুক্তি দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তাদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল ‘জেমিনি ২’ উন্মোচনের মাধ্যমে। এটি গুগলের এআই প্রকল্পের সর্বশেষ উন্নয়ন, যা আগের সংস্করণের তুলনায় অনেক বেশি শক্তিশালী, দ্রুত ও বহুমুখী। গুগল বলছে, এই মডেল শুধু টেক্সট নয়, একসঙ্গে ছবি, অডিও এবং ভিডিও বিশ্লেষণেও পারদর্শী। ‘জেমিনি ২’ মডেলটি গুগলের ক্লাউড প্ল্যাটফর্মে ব্যবহারযোগ্য করা হয়েছে এবং আগামী সপ্তাহ থেকেই বিশ্বের বিভিন্ন

ইনফিনিক্স নোট ৫০-এর দাম কমলো, ক্রেতাদের জন্য সুখবর

ইনফিনিক্স নোট ৫০-এর দাম কমলো, ক্রেতাদের জন্য সুখবর

ইনফিনিক্স তাদের জনপ্রিয় স্মার্টফোন নোট ৫০ মডেলের দাম দুই হাজার টাকা কমিয়েছে। আগের দাম ছিল ২৭,৯৯৯ টাকা, যা এখন মাত্র ২৫,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এই দাম পরিবর্তনের মাধ্যমে ইনফিনিক্স মিড বাজেট ক্রেতাদের মধ্যে আরও জনপ্রিয়তা অর্জনের লক্ষ্যে কাজ করছে, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণির জন্য। ফোনটি এখন আরও কिफায়তিতে উচ্চমানের প্রযুক্তি ব্যবহার করে বাজারে প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে। ইনফিনিক্স নোট ৫০-এ রয়েছে ৬.৭৮

গুগল স্মার্টওয়াচে এবার ভূমিকম্প সতর্কবার্তা ফিচার

গুগল স্মার্টওয়াচে এবার ভূমিকম্প সতর্কবার্তা ফিচার

ভূমিকম্প এমন এক প্রাকৃতিক দুর্যোগ, যার পূর্বাভাস খুবই কঠিন। মুহূর্তের মধ্যে প্রাণ ও সম্পদের ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়। এই বিপদের ঝুঁকি কমাতে এবার স্মার্টওয়াচেই যুক্ত হচ্ছে ‘আর্থকোয়াক ডিটেকশন’ ফিচার। গুগল তাদের স্মার্টওয়াচে এই ফিচার যুক্ত করার কাজ প্রায় সম্পন্ন করেছে। ২০২০ সালের আগস্টে প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই প্রযুক্তি চালু করেছিল গুগল। যদিও প্রথমে এটি ভারতসহ বহু দেশে ছিল না। ২০২৩ সালের সেপ্টেম্বর

নিম্নচাপে দেশের ৬ হাজার মোবাইল টাওয়ার বন্ধ, যোগাযোগে বিপর্যয় !

নিম্নচাপে দেশের ৬ হাজার মোবাইল টাওয়ার বন্ধ, যোগাযোগে বিপর্যয় !

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ায় বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর ফলে মোবাইল নেটওয়ার্ক পরিষেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ৫ হাজার ৯০৪টি মোবাইল টাওয়ার বা সাইট সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে। এই সংখ্যা দেশের মোট মোবাইল টাওয়ারের প্রায় ৩৫ দশমিক ৮ শতাংশ। বিদ্যুৎ না থাকায় টাওয়ারগুলো চালু

ডিজিটাল বিপ্লবের পথে পাকিস্তান: বিটকয়েন রিজার্ভ ও পিডিএএ গঠনের ঘোষণা

ডিজিটাল বিপ্লবের পথে পাকিস্তান: বিটকয়েন রিজার্ভ ও পিডিএএ গঠনের ঘোষণা

পাকিস্তান এক ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক ও প্রযুক্তিগত ভবিষ্যৎ পুনর্গঠনের পথে পা রেখেছে। দেশটির সরকার প্রথমবারের মতো কৌশলগত বিটকয়েন রিজার্ভ গঠনের ঘোষণা দিয়েছে, যা বিশ্বে অর্থনীতির ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে একটি সাহসী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত 'বিটকয়েন ভেগাস ২০২৫' সম্মেলনে এই ঘোষণা দেন পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ক্রিপ্টো সহকারী বিলাল বিন সাকিব। আন্তর্জাতিক প্রযুক্তি ও