হিলিতে দুইদিন ব্যাপী ৪৩তম বিজ্ঞান মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: রবিবার ২৬শে ডিসেম্বর ২০২১ ০৪:৪৩ অপরাহ্ন
হিলিতে দুইদিন ব্যাপী ৪৩তম বিজ্ঞান মেলার উদ্বোধন

'বিজ্ঞান ও প্রযুক্তি নৈতিকতা এক সূত্রে গাঁথা " এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে শুরু হয়েছে দুইদিন ব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২১।


রবিবার(২৬ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা চত্বরে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।  


উদ্বোধন শেষে উম্মুক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাপ মল্লিক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। আলোচনা সভা শেষে প্রধান অতিথি মেলার স্টল গুলো পরিদর্শন করেন। 


এবারের বিজ্ঞান মেলায় ২৬টি স্টলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।