এবার বাংলাদেশে ডি ডস সাইবার হামলা !

নিজস্ব প্রতিবেদক
প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ২৩শে আগস্ট ২০২২ ০৮:৪৩ অপরাহ্ন
এবার বাংলাদেশে ডি ডস সাইবার হামলা !

বিশ্বজুড়ে সাইবার হামলা (Cyber Attcak) এখন রীতিমতো আতঙ্কের সৃষ্টি করেছে। এবার বাংলাদেশ সরকারের কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিমের পক্ষ থেকে জানানো হল, সাইবার হামলা হয়েছে বাংলাদেশেও। সেক্ষেত্রে ডি ডস সাইবার হামলার কথা বলা হয়েছে। 


ডি ডস সাইবার হামলা করে হ্যাকাররা তাঁদের কাছে থাকা কোন ডটনেট ব্যবহার করে নির্দিষ্ট কোন আইটি পরিকাঠামোয় হামলা চালায়। কার্যত একাধিক ভেক্টরের খোঁজ মিলেছে বাংলাদেশশেএই ডি ডস সাইবার হামলার জেরে। 


বাংলাদেশ সরকারকে সমস্ত রকম তথ্য সুরক্ষিত রাখার জন্য আবেদন জানানো হয়েছে। আপাতত এই হামলা আটকাতে বাংলাদেশে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

সূত্র: উত্তরবঙ্গ সংবাদ