আইসিসির প্যানেলে যুক্ত হলেন ৫ বাংলাদেশী নারী

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার ২৩শে মার্চ ২০২৪ ০৭:৩৫ অপরাহ্ন
আইসিসির প্যানেলে যুক্ত হলেন ৫ বাংলাদেশী নারী

বাংলাদেশের একজন নারী ম্যাচ রেফারি ও চার নারী আম্পায়ার প্রথমবারের মতো আইসিসি প্যানেলে যুক্ত হলেন। শুক্রবার রাতে বিসিবিকে এ বিষয়টি জানিয়েছে আইসিসি।


এই চার আম্পায়ার হলেন সাথিরা জাকির, রোকেয়া সুলতানা, ডলি রানী ও চম্পা চাকমা যুক্ত হয়েছেন আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে। আইসিসি ম্যাচ রেফারিদের আন্তর্জাতিক প্যানেলে ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী সুযোগ পেয়েছেন।


বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মনে করেন, এ বছর দেশের মাটিতে বিশ্বকাপে তাদের সুযোগ করে দেয়ার রাস্তাও আরেকটু সহজ হলো। যেখানে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে রিজার্ভ আম্পায়ার হিসেবে তাদের দায়িত্ব দেয়ার কথাও জানিয়েছেন তিনি।


আইসিসির আন্তর্জাতিক প্যানেলে পুরুষদের মধ্যে আছেন বাংলাদেশের চার জন্য আম্পায়ার—শরফুদ্দৌলা, মাসুদুর রহমান, গাজী সোহেল ও তানভীর আহমেদ। তাদের মধ্যে শরফুদ্দৌলা বিশ্বকাপে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন, অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচও পরিচালনা করেছেন। এ ছাড়া আন্তর্জাতিক ম্যাচ রেফারি হিসেবে বাংলাদেশ থেকে আছেন আখতার আহমেদ ও নিয়ামুর রশিদ।