এবার ফ্রান্সেও মিললো করোনা ভাইরাস আক্রান্ত রোগী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২৫শে জানুয়ারী ২০২০ ০২:৪৭ অপরাহ্ন
এবার ফ্রান্সেও মিললো করোনা ভাইরাস আক্রান্ত রোগী

ইউরোপের প্রথম দেশ হিসেবে ফ্রান্সে করোনা ভাইরাসে আক্রান্ত ৩ জন রোগীর সন্ধান মিলেছে। শুক্রবার ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অ্যা'নিস ব্যুঁজো করোনা ভাইরাসে দুজন আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। পরে ফ্রান্স সরকারের পক্ষ থেকে আরো একজনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়। খবর আল জাজিরার।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউরোপের প্রথম দেশ হিসেবে আমরা করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করেতে পারার একটা কারণ হচ্ছে আমরা শনাক্তকরণ প্রক্রিয়ার উন্নয়ন করেছি। আমরা আক্রান্ত রোগীকেও দ্রুত চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেছি।

গত ডিসেম্বর চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

ইনিউজ ৭১/এম.আর