‘পবিত্র পানি’ নিতে প্রাণ গেল ২০ জনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২রা ফেব্রুয়ারি ২০২০ ১০:১৮ অপরাহ্ন
‘পবিত্র পানি’ নিতে প্রাণ গেল ২০ জনের

উত্তর তানজানিয়ার কিলিমানজারো পর্বতের পাশে প্রার্থনার পর ‘পবিত্র পানি’ নিতে গিয়ে হুড়োহুড়িতে পদপৃষ্ট হয়ে ২০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৬ জন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর গার্ডিয়ান ও রয়টার্সের

>শনিবার কয়েকশ খ্রিস্টান ধর্মাবলম্বী মোশি টাউনের কিলিমানজারো পর্বতের পাশে একটি স্টেডিয়ামে ধর্মীয় প্রার্থনায় যোগ দিয়েছিলেন। প্রার্থনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিলিমানজারো পর্বতের ঢালে ‘পবিত্র পানি’-এর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। পদপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই পাঁচ শিশুসহ ২০ জন মারা যায়। 

কিলিমানজারো পর্বতের ঢালের এই ‘পবিত্র পানি’ পান করলে দরিদ্রতা এবং সব ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচার চালান মোয়াম্পোসা নামে এক ধর্মযাজক। পরে তাকে আটক করেছে দেশটির পুলিশ। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব