সরাইল- নাসিরনগর সড়কের পাশে ময়লা আবর্জনা, জনদুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: রবিবার ২৭শে জুন ২০২১ ০৭:৩১ অপরাহ্ন
সরাইল- নাসিরনগর সড়কের পাশে ময়লা আবর্জনা, জনদুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল- নাসির নগর আঞ্চলিক সড়কের  পাশে ময়লা আবর্জনার স্তুপ হওয়ায় ভোগান্তিতে পথচারীরা। ধরন্তী মোড় থেকে একশত বা দেড়শ ফিট সামনে পুর্ব দিকে যেতেই রাস্তার বামপাশে মূল সড়কের ওপর ময়লা আবর্জনার স্তূপ দেখা যায়। 





কে বা কারা  ভ্যানে করে বাড়ি- ঘরের ময়লা আবর্জনা নিয়ে আসছে এবং রাস্তার ওপর এলোমেলোভাবে ফেলে যাচ্ছে। দেখার যেন কেউ নেই !






গতকাল বিকেলে গেলা দেখা যায়, ছবিসহ দেওয়া হল।কয়েকজন পথচারী  পচা ময়লার স্তূপ দেখে নাকে কাপড় চেপেছে। রাস্তায়  সরিয়ে ভাঙাচোরা প্লাস্টিক, পলিথিন, বোতল ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । 





এভাবে ময়লা আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে পড়ছে মূল রাস্তা ও পাশের লতা ছোট্ট গাছের  বিভিন্ন স্থানে। ফলে নষ্ট হচ্ছে রাস্তার স্বাভাবিক পরিবেশ। পথচারীদের দেখা যায়, নাকে রুমাল দিয়ে চলাচল করছে। কেউ কেউ হাত দিয়ে নাকমুখ চেপে ধরে চলাচল করছে। 





পচা ময়লা আবর্জনার দুর্গন্ধ বাতাসের সঙ্গে মিশে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। ফলে প্রতিদিনই এলাকাবাসী, পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন এলাকা থেকে আসা আকাশী বিল বা সরাইলের মিনি কক্সবাজার  নামে বিনোদন স্পট   ঘুরে দেখার শত শত মানুষ অবর্ণনীয় ভোগান্তিতে পড়ছে।





 এ সুন্দর মনমুগ্ধকর স্পটে আসা অনেকেই বলেছেন, যারা এখানে ময়লা আবর্জনা ফেলে রেখেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান, যারা এ কাজটি করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।




অতি শীগ্রই এ স্থানে ময়লা ফেলা বন্ধ করা উচিত বলে মনে করেন ভুক্তভোগীরা।।