ভূঞাপুরে হাতুড়ে ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর, টাঙ্গাইল
প্রকাশিত: মঙ্গলবার ১০ই মে ২০২২ ০৬:৩১ অপরাহ্ন
ভূঞাপুরে হাতুড়ে ডাক্তারকে  ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় এক হাতুড়ে ডাক্তারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


সোমবার (৯ মে) বিকালে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী টিরোডে সহকারী কমিশনার (ভূমি) শেখ আলাউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


অর্থদণ্ডপ্রাপ্ত হাতুড়ে ডাক্তার সিরাজগঞ্জের হাফিজুল ইসলাম। হাতুড়ে ডাক্তারের চিকিৎসা নিয়ে অনেকে ক্ষতি গ্রস্ত হয়েছে বলে জানা গেছে। অবৈধ পন্থায় চিকিৎসা করা হয় বলে অভিযোগ উঠেছে। 



এ সময় সহকারী কমিশনার (ভূমি) শেখ আলাউল ইসলাম বলেন, বিভিন্ন মাধ্যমে থেকে অভিযোগ পেয়ে আসছিলাম যে গোবিন্দাসীতে কবিরাজ বা হাতুড়ে ডাক্তার যার কোন অনুমোদন নেই এবং চিকিৎসা সার্চে কোন ডিগ্রি নেই। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারও আমার সাথে এসেছে। এখানে ক্লিনিক আকারে চিকিৎসা করা হয় কিন্তু তাকে তো কোন অনুমোদন দেওয়া হয়নি। প্রাথমিকভাবে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয় বলে জানান তিনি।