প্রকাশ: ৩১ মে ২০২৫, ২০:৫
জুলাই গণহত্যা নিয়ে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এমন সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, ১ জুন শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। বাকি দুইজন হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
তিনি আরও জানান, মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার শুনানি চলাকালে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে, যা এ ধরণের বিচারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
এর আগে জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই মামলার বিচার এমনভাবে পরিচালিত হবে যাতে নিরপেক্ষতা নিয়ে কারও সন্দেহ না থাকে। তিনি জানান, ডিসেম্বরের মধ্যেই জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান হবে।
উল্লেখ্য, গত ১২ মে তদন্ত শেষ হওয়ার পর জানানো হয়, আন্দোলন দমন করতে গিয়ে নির্বিচারে ১ হাজার ৪০০’র বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ৫টি গুরুতর অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এতে হত্যার নির্দেশনা, উসকানি ও প্ররোচনার মতো গুরুতর অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।
একই ধরনের অভিযোগের আওতায় মামলায় যুক্ত করা হয়েছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানকেও। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, তারা সরাসরি এই সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন অথবা সহযোগিতা করেছেন।
এই মামলাকে ঘিরে দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অনেকে এটিকে নতুন যুগের বিচার প্রক্রিয়া হিসেবে দেখলেও, আরেক পক্ষের দাবি এটি প্রতিশোধমূলক রাজনীতির ধারাবাহিকতা।
রোববার সকাল থেকেই এ মামলার শুনানি ও সম্প্রচারের দিকে চোখ থাকবে পুরো জাতির।