অভ্যুত্থান-পরবর্তী হত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির সাবেক মন্ত্রী ও এমপিরা

আইন-আদলত
আইন-আদলত , ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১১:৫০

শেয়ার করুনঃ
অভ্যুত্থান-পরবর্তী হত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির সাবেক মন্ত্রী ও এমপিরা

রোববার সকাল থেকে রাজধানীর বিভিন্ন ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে একাধিক হত্যা মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে করে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১৪ জনকে, যাদের বিরুদ্ধে ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতা ও সহিংস ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে।

একই দিনে কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে সাবেক এনটিএমসি পরিচালক জিয়াউল আহসানসহ ১০ জনকে আদালতে তোলা হয়। অন্যদিকে কাশিমপুর কারাগার থেকে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ ১৫ জন এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। এসব অভিযুক্তদের মধ্যে সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলকসহ মোট ৯ জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য রয়েছেন।

প্রসিকিউশন জানিয়েছে, মুগ্ধ হত্যা মামলা এবং নরসিংদী, কক্সবাজার, সিলেটসহ সাতটি পৃথক হত্যা মামলায় রোববার তাদের আদালতে হাজির করা হয়। উল্লেখযোগ্য যে, এসব হত্যাকাণ্ড ঘটে গত বছরের জুলাই-আগস্ট মাসে, যখন দেশের রাজনৈতিক অঙ্গনে চরম অস্থিরতা বিরাজ করছিল এবং এক পর্যায়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।

তদন্ত সংস্থাগুলোর মতে, এসব মামলায় অভিযুক্ত ব্যক্তিদের ভূমিকা ছিল সক্রিয়, এবং বহু ক্ষেত্রে তারা সহিংসতা উসকে দিয়েছিলেন বা প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন। তবে এখনো তদন্ত শেষ না হওয়ায় প্রসিকিউশন পক্ষ থেকে আদালতে সময় চেয়ে আবেদন করা হয়েছে যাতে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করা সম্ভব হয়।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

আসামিদের আদালতে উপস্থিতি ঘিরে আদালতপাড়ায় নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। প্রত্যেক আসামিকে পৃথকভাবে ট্রাইব্যুনালের নির্দেশ অনুসারে হাজির করা হয় এবং শুনানির জন্য বিভিন্ন তারিখ নির্ধারণ করা হয়েছে। সরকার পক্ষ আশাবাদী, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে।

এই ঘটনাগুলো দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় হিসেবে যুক্ত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকা ব্যক্তিদের এভাবে জবাবদিহির আওতায় আনা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে সবকিছু নির্ভর করছে তদন্ত কতটা নিরপেক্ষ ও প্রমাণভিত্তিকভাবে সম্পন্ন হয় তার ওপর।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

পূর্বাচলে প্লট দুর্নীতির ৬ মামলায় শেখ হাসিনা ও স্বজনদের বিরুদ্ধে অভিযোগ গঠন

পূর্বাচলে প্লট দুর্নীতির ৬ মামলায় শেখ হাসিনা ও স্বজনদের বিরুদ্ধে অভিযোগ গঠন

রাজধানীর পূর্বাচলে নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের অনিয়ম-দুর্নীতির ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক করা ছয়টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ২৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে আদালত। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ অভিযোগ গঠনের আদেশ দেন। একইসঙ্গে আদালত আগামী ১১

রাজবাড়ীতে ডলার ফাঁদে খুন, দুই জনের যাবজ্জীবন

রাজবাড়ীতে ডলার ফাঁদে খুন, দুই জনের যাবজ্জীবন

রাজবাড়ীতে বাবু খান নামে এক যুবককে কুপিয়ে হত্যার দায়ে খোরশেদ সরদার ও শাজাহান সরদার নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ জয়নাল আবেদীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন না। আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে

রায় জালিয়াতির মামলায় দেশের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ডের আদেশ দেন। সকালেই তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। সিএমএম আদালতে হাজিরের পর পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানিতে উভয় পক্ষের বক্তব্য গ্রহণ শেষে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর

ডিসেম্বরে গণহত্যা মামলার বড় অংশের রায়, বললেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

ডিসেম্বরে গণহত্যা মামলার বড় অংশের রায়, বললেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও জঘন্য অপরাধ গণহত্যার সঙ্গে জড়িত শীর্ষ পর্যায়ের আসামিদের বিচারকাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তিনি এই মন্তব্য করেন মঙ্গলবার সকালে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গণহত্যার বিচার মোবাইল কোর্ট নয় যে, দ্রুত রায় দিয়ে

শেখ রেহেনার স্বামীর ও ববির জমি জব্দের আদেশ !

শেখ রেহেনার স্বামীর ও ববির জমি জব্দের আদেশ !

আন্দোলনের মুখে দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার স্বামী ড. সফিক আহমেদ সিদ্দিক এবং তাদের সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববির মালিকানাধীন গাজীপুর জেলার ২৩১ শতক জমি জব্দের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের ভিত্তিতে ২৪ জুলাই এই আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব। আদালতের এই সিদ্ধান্তের ফলে