প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৬:১৪
ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে জামিন দিয়েছে আদালত। রোববার ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলামের আদালতে হাজির করা হলে তাকে জামিন দেওয়ার আদেশ দেওয়া হয়।
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আজিজুরকে হত্যা মামলার আসামি করা হয়নি। পুলিশের দাবি, তাকে সন্দেহভাজন হিসেবে আদালতে পাঠানোর পর কারাগারে নেওয়া হয়েছিল।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ফুল দিতে গেলে স্থানীয় কয়েকজনের হাতে মারধরের শিকার হন আজিজুর রহমান। পরে তাকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
পরে আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর করা হলে তাকে কারাগারে পাঠানো হয়। তবে সাম্প্রতিক শুনানিতে আদালত তার জামিন মঞ্জুর করেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই দাবি করেন, আজিজুরকে ভিন্ন মামলায় আসামি দেখানোর চেষ্টা চলছে।
কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, ২০২৪ সালের ৪ আগস্ট সাইন্সল্যাব এলাকায় গুলিবিদ্ধ মো. আরিফুল ইসলামের করা হত্যাচেষ্টা মামলায় আজিজুরকে গ্রেফতার দেখানো হয়েছে। ধানমন্ডি থানায় দায়ের হওয়া ওই মামলায় গত ২ এপ্রিল অভিযোগ দায়ের করা হয়।
তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আজিজুরকে ওই মামলায় আনুষ্ঠানিকভাবে আসামি করা হয়নি। তাকে শুধুমাত্র সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।
ঘটনাটি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সমালোচনা অব্যাহত রয়েছে। অনেকে বলছেন, একজন সাধারণ রিকশাচালককে ঘিরে যে প্রক্রিয়ায় মামলা ও গ্রেফতার কার্যক্রম চালানো হয়েছে, সেটি নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।