ঈদ নিয়ে মানবিক পুলিশ অফিসারের আবেগঘন স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক
ফেসবুক থেকে প্রাপ্ত
প্রকাশিত: বুধবার ২৬শে এপ্রিল ২০২৩ ০৭:৩৯ অপরাহ্ন
ঈদ নিয়ে মানবিক পুলিশ অফিসারের আবেগঘন স্ট্যাটাস

দায় আর দায়িত্বের ঈদ উদযাপন:


বাঙালিদের কাছে ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। 

আর  সেই আনন্দ বা খুশির মূল উৎস হচ্ছে- প্রিয় মানুষদের সান্নিধ্য বা মিলনমেলা।

 বাবা - মা , ভাই - বোন , বন্ধু বান্ধব, আত্মীয় - স্বজন তথা সকল ধরনের প্রিয় মানুষের সাথে মিলিত হওয়ার উপলক্ষ্যে পরিনত হয় বাঙালির ঈদ উৎসব । 


বহুকাল ধরেই সেই আনন্দ উৎসব থেকে বঞ্চিত আমরা।


চাকুরীর সুবাধে, কর্তব্যের তাগিদে, বাবা - মা , ভাই - বোন, আত্মীয় - স্বজন থেকে দূরে থেকে ঈদের আনন্দ বঞ্চিত হয়ে আমরা পালন করছি-  দায়,দায়িত্ব আর কর্তব্য পালনের ঈদ।।


 আফসোস নয়, শুধু বলতে চাই, আমরাও মানুষ, আমাদেরও মন চাই-  বাবা- মা, ভাই - বোন, আত্বীয় - স্বজন সহ প্রিয় মানুষের সাথে ঈদ উদযাপন করতে। 

কেউ যেন আমাদেরকে অমানুষ ভেবে মানুষের কাতার থেকে নাম কেটে না দেয়। 


 দায়-দায়িত্ব, আর কর্তব্য পালনের তাগিদে আমরা গর্বিত পরাজিত সৈনিক।। কিন্তু,আমরাও মানুষ!


আমাকে,  আমাদেরকে ভুল বুঝ না, প্লিজ।

সূত্র: ফেসবুক থেকে সংগৃহীতা