নওগাঁর পত্নীতলা থেকে পৃথক দুটি অভিযানে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ১১৯ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার (২২ মার্চ) দুপুরে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পত্নীতলা উপজেলার মামুদপুর এলাকার ফারাজ উদ্দিন মন্ডলের ছেলে মাতাব্বর হোসেন (৪৮), ভিকারী চৌধুরীর ছেলে নিতাই চৌধুরী (৪২), শম্ভুপুর দক্ষিণপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৩৪), হবিগঞ্জ জেলার গুমুটিয়া এলাকার অজিতদেবের ছেলে অপুদেব (২৯), মাধবপুর উপজেলার মাধবপুর বাজার এলাকার অজিত পালের ছেলে রিপন পাল (৩৬), ব্রাহ্মণবাড়ীয়া জেলার কাজীপাড়া এলাকার লিটন পালের ছেলে আনন্দ পাল (২১)।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত কয়েকদিন ধরে গ্রেফতারকৃত মাতাব্বর এবং নিতাই এর গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মামুদপুর বাজার ও নজিপুর এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় অভিনব কায়দায় প্রাইভেটকারের ব্যাক ডালায় এবং কার্টুনে লুকিয়ে রাখা পৃথক দুটি জায়গা থেকে মোট ১১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিল। র্যাব আরও জানায়, তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী পৃথক দুটি মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং গাঁজা পাচারসহ অন্য মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।