এই হৃদয়ে ফাগুন এলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৭ই ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৪৪ অপরাহ্ন
এই হৃদয়ে ফাগুন এলে

এই হৃদয়ে ফাগুন এলে
আনোয়ারুল ইসলাম তালুকদার

আজ মন যেনো শুধু আমার কেমন কেমন করে, 
তোমার গোলাপ গালের ছোঁয়া লাগে হৃদয় পুরে,
পাগলা হাওয়া স্পর্শে তোমার গায়ের ওড়না উড়ে
কচি কুসুম দেখে আমার কেমন কেমন করে।

মৌমাছিরা ডানায় ডানায় মধুর নহর তুলে
গুনগুনিয়ে ঘুরে বেড়ায় অশোক পলাশ ফুলে,
মদির সুবাস, দখিন বাতাস, শুকনো পাতা ঝরে
কীসের নেশায় যেনো আমার কেমন কেমন করে।

ভাষার দাবি, স্বাধীনতা করেছিলাম সার্চ
এই ফাগুনেই ফিরে আসে ফেব্রুয়ারি-মার্চ,
এই হৃদয়ে ফাগুন এলে কত রক্ত ঝরে,
সবই আছে তবু আমার কেমন কেমন করে।

সহকারী প্রধান শিক্ষক,
শিকারীপাড়া টি.কে.এম. উচ্চ বিদ্যালয়,
নবাবগঞ্জ, ঢাকা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব