প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৫:৪৬
জুলাই জাতীয় সনদ ২০২৫ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। রোববার দুপুর পর্যন্ত মোট ২৬টি রাজনৈতিক দল জাতীয় ঐকমত্য কমিশনের কাছে তাদের লিখিত মতামত জমা দিয়েছে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সর্বশেষ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও নাগরিক ঐক্য মতামত প্রদান করেছে। এর ফলে তালিকায় নতুন যুক্ত হওয়া দল দুটি ২৫তম ও ২৬তম অবস্থানে রয়েছে।
এর আগে ১৬ আগস্ট রাতের খসড়ায় ত্রুটি ধরা পড়লে কমিশন তা সংশোধন করে নতুন খসড়া পাঠায়। ফলে দলগুলোকে মতামত দেওয়ার জন্য সময়সীমা বাড়ানো হয় ২২ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত।
২২ আগস্টের মধ্যে ২৪টি রাজনৈতিক দল তাদের মতামত জমা দেয়। বিএনপি, জামায়াত, এলডিপি, জেএসডি, গণফোরামসহ বিভিন্ন বড় ও মাঝারি দল এতে অংশ নেয়।
কমিশনের সূত্র জানায়, দলগুলোর মতামতে সনদের বিভিন্ন দিক নিয়ে পরামর্শ এসেছে। এর মধ্যে রয়েছে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, রাজনৈতিক সংস্কার, ও গণতান্ত্রিক অধিকার রক্ষার সুপারিশ।
তবে চারটি দল এখনো মতামত জমা দেয়নি। তারা হলো গণঅধিকার পরিষদ (জিওপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোট।
কমিশন আশা করছে, বাকি দলগুলোও দ্রুত মতামত জমা দিয়ে জাতীয় সনদকে আরও শক্তিশালী করতে সহযোগিতা করবে।
সূত্র: বাসস