ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩১শে জানুয়ারী ২০১৯ ০৪:১৪ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে দুইটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন যাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে সদর উপজেলার নন্দনপুরে এই দূর্ঘটনা ঘটে। এসময় আহত হয় আরো দুই যাত্রী।তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি সিএনজি বিশ্বরোড থেকে যাত্রী নিয়ে জেলা সদরের দিকে যাচ্ছিল।

এসময় নন্দনপুরে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৪০ বছরের এক পুরুষ  যাত্রী নিহত হয়। আহত হয় আরো দুইজন। প্রাথমিকভাবে আহতদের  পরিচয় পাওয়া যায়নি।নিহতের মরদেহ ও দুইটি সিএনজি চালিত অটোরিকশা খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা আছে। আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

ইনিউজ ৭১/এম.আর