পটুযাখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক,সন্ত্রাস বিরোধী ও শিক্ষার মান উন্নয়নের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কাকড়াবুনিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম মাষ্টারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,মির্জাগঞ্জ থানার ওসি(তদন্ত) মোঃ শাহ আলম,উপজেলা মাধ্যমিক এ্যাকাডেমিক সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুর রহমান,সহকারি শিক্ষক মোঃ হাবিবুর রহমান বাদশা,মোঃ আবু শালেহ,সাংবাদিক মোঃ ফারুক খান,উত্তম গোলদার ও অবিভাবক মোঃ খলিলুর রহমান প্রমূখ। মির্জাগঞ্জ থানার ওসি তদন্ত বলেন, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক,সন্ত্রাস নির্মূলে সরকার কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি শিক্ষকসহ শিক্ষার্থীর অভিভাবকদের সচেতন হতে হবে তাহলেই সমাজ থেকে সকল কিছু রোধ করা সক্ষম হবে। সভায় বিদ্যালয়ের শিক্ষার্থী,অভিভাবক,স্থানীয় সুধীজন, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।