সরাইলে ভিজিডি চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বুধবার ১৩ই মার্চ ২০১৯ ০৮:১৪ অপরাহ্ন
সরাইলে ভিজিডি চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নয়টি ইউনিয়নে ভিজিডি কার্ডধারী ১৬৫৯ পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। বুধবার (১৩ মার্চ) সদর ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ ফাতেমা আক্তার, সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, ইউপি সদস্য শাহ আলম প্রমূখ।

উপজেলা মহিলা বিষয়ক দফতর সূত্রে জানা গেছে, মহিলা বিষয়ক অধিদফতরের অধীনে ২০১৯-২০২০অর্থবছরে সরাইল সদর ইউনিয়নে ২১৬ টি, কালিকচ্ছ ইউপি ১৫০ টি, নোয়াগাঁও ১৫৭, শাহজাদাপুর ১৫৬,পানিশ্বর ১৮৬, অরুয়াইল ২১৫, চুুুুন্টা ২০০, পাকশিমুল ২২২ এবং শাহবাজপুর ইউনিয়নে ১৫৭টি পরিবারের মাঝে কার্ডের বিপরীতে আজ একযোগে ৩০ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে। এসব কার্ডধারী একেকটি পরিবার টানা দুই বছর প্রতিমাসে ৩০ হারে চাল পাবেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব