শপথ নিলেন এমপি হিসেবে সালমা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৮ই আগস্ট ২০১৯ ০৮:১১ অপরাহ্ন
শপথ নিলেন এমপি হিসেবে সালমা চৌধুরী

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের (৩৩৪) নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন রাজবাড়ী জেলার নারীনেত্রী সালমা চৌধুরী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ সংসদ ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান। 
এসময় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। শপথ গ্রহণ শেষে সালমা চৌধুরী এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। পরে সংসদ সদস্য হিসেবে পরিচয় পত্রের জন্য ছবি তোলেন।গত ৯ জুলাই সংরক্ষিত মহিলা আসনের (৩৩৪) মহিলা এমপি রুশেমা বেগম মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এর প্রেক্ষিতে ১৮ জুলাই আসনটিতে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আওয়ামী লীগের মনোনয় নিয়ে সালমা চৌধুরী উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন। গত ৪ আগস্ট সালমা চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে কমিশন। সালমা চৌধুরী রুমা রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম ওয়াজেদ চৌধুরীর কন্যা। তিনি বর্তমানে জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী।