নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় ৬ষ্ঠ বারের মতো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মনোনীত হয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টায় ঢাকা রেঞ্জের সম্মেলন কক্ষে জুলাই মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর, মো. আসাদুজ্জামানসহ বিভিন্ন জেলার পুলিশ সুপারগণ। এ সভায় ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
এই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নারায়ণগঞ্জ জেলায় যোগদানের পর থেকে ভূমিদস্যুদের গ্রেফতার, বড় বড় মাদক কারবারীদের গ্রেফতারসহ মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা, জঙ্গীবাদ দমন, হকার উচ্ছেদ, রাস্তা দখল মুক্ত করা, প্রভাবশালীদের হাত থেকে ফ্লাট মুক্ত করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর, এতিমদের সম্পত্তি ও মিলকারখানা ফিরিয়ে দেওয়া সহ নানা ধরণের জনসেবা মূলক কাজ করে সর্বমহলে প্রশংসিত হন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।
এ ছাড়াও নারায়ণগঞ্জের প্রত্যেক মাননীয় সংসদ সদস্যদের এলাকায় মাদক, জঙ্গী বিরোধী কমিউনিটি সমাবেশ করে এবং সংসদ সদস্য একাদশ বনাম পুলিশ সুপার একাদশ এর মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে সবার কাছে সমাদৃত হন এসপি হারুন। মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, হকার উচ্ছেদ, শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় সর্বসম্মতিক্রমে এসপি হারুন অর রশীদকে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে মনোনীত করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমন উল্লেখ করেন।
নারায়ণগঞ্জে যোগদানের পর জেলা পুলিশ সুপার হারুন রশিদ গত ২০১৮ সালের ডিসেম্বর, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের জন্য পরপর তিনবার, মে, জুন এবং জুলাই মাসের জন্য আরও তিনবার শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে এসপি হারুন জেলায় যোগদানের ২০১৮ সালের ডিসেম্বর ও ১৯ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের অপরাধ সভায়ও পরপর তিন বার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছিলেন। এ নিয়ে ধারাবাহিকতা ধরে রেখে মে-জুন এবং এইবার জুলাই মাসে একটানা পরপর তিন বারসহ এখন পর্যন্ত সর্বমোট ৬ষ্ঠ বারের মতো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি উপাধি লাভ করলেন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান হিসেবে ৩ বার বিপিএম ও ২ বার পিপিএম পদক পেয়েছেন। এসপি হারুন অর রশীদ কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হোসেনপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা- মৃত আব্দুল হাসেম, মাতা-জহুরা খাতুন। এসপি হারুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স করেন। ২০তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। স্ত্রী, এক মেয়ে তাসলিম (১০), এক ছেলে হিসামকে (৪) নিয়ে সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছেন। ২০১৮ সালের ২ ডিসেম্বর এসপি জনাব মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম(বার), পিপিএম(বার) নারায়ণগঞ্জ এসপি হিসেবে যোগ দেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।