আফ্রিকায় শরীয়তপুরের ২ ব্যক্তিকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক
মেহেদী হাসান, জেলা প্রতিনিধি ভেদরগঞ্জ (শরিয়তপুর)
প্রকাশিত: সোমবার ২৬শে আগস্ট ২০১৯ ১১:২৩ অপরাহ্ন
আফ্রিকায় শরীয়তপুরের ২ ব্যক্তিকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকার কেপটাউনের মামলেসবেরী এলাকায় বাংলাদেশী দোকানে একদল সন্ত্রাসীরা হামলা করে শরীয়তপুরের দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে বলে পরিবার জানিয়েছে। তারা হলেন জেলার ভেদরগঞ্জ উপজেলার কাইছকড়ি গ্রামের শহর আলী মাঝির ছেলে উজ্জ্বল মাঝি (৩২) ও নড়িয়া উপজেলার কাপাশপাড়া গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে আলম মোল্লা (৩৪)।

উজ্জ্বলের বড় ভাই মারুফ মাঝি বলেন, উজ্জ্বল প্রায় ১২ বছর ধরে দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে দোকান চালান। বছর দেড়েক আগে আলমও সেখানে গিয়ে উজ্জ্বলের দোকানে কাজ নেন। কয়েক দিন ধরে সেখানকার চাঁদাবাজরা তাদের কাছে চাঁদা দাবি করছিল। চাঁদা না দেওয়ায় রোববার রাতে তারা দোকানে হামলা করে। এসময় আলম ও উজ্জ্বলকে তার দোকানে ঢুকে গুলি করে। স্থানীরা তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আলম মোল্লার চাচাতো ভাই সাগর আহমেদ জানান আলম মোল্লা দেড় বছর আগে দেশ থেকে ধার-দেনা করে দক্ষিণ আফ্রিকা পাড়ি দেন। তিনি ভেদরগঞ্জ উপজেলার কাইচকড়ি গ্রামের উজ্জ্বল মাঝির দোকানে চাকরি করতেন। তার ছোট একটি ছেলে একটি মেয়ে আছে পরিবারের অবস্থা খুবই খারাপ তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে গেছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব