মামলা করলেন এমপি পংকজ নাথ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২রা সেপ্টেম্বর ২০১৯ ১০:৫০ পূর্বাহ্ন
মামলা করলেন এমপি পংকজ নাথ

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) এর সাংসদ পংকজ নাথ, অপপ্রচারকারী ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে আপত্তিকর স্ট্যাটাস ও ছবি পোস্ট করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনি এই মামলা করেছেন। ১ সেপ্টেম্বর রবিবার দুপুরে ঢাকায় বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইবুনালের ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫, ২৬, ২৯ এবং ৩৫ ধারায় এই মামলাটি করা হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদনের নির্দেশ দেয়া হয়েছে, পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে।

মামলার বিবরণে জানা যায়, লাল ভাই, মিনা ফারাহ, আলম শুভ, শিপন মাহমুদ পারদেশী ও রাজন রহমান রুমি নামের আসামিরা এমপি পংকজ নাথের নাম গোপন করে এবং কখনো কখনো নাম প্রকাশ করে বিভিন্ন ফেসবুক আইডি থেকে তার ছবি না হওয়া সত্ত্বেও ২৬ আগস্ট মিথ্যা বর্ণনায় প্রচার করে। এতে পংকজ নাথ এর মানহানি হয়। ঘটনাটি পংকজ নাথ জানার সাথে সাথে ২৭ আগস্ট ধানমন্ডি থানায় একটি জিডি করেন। মামলার ব্যাপারে এমপি পংকজ নাথ বলেন, ফেক আইডি থেকে অন্য ছবি দিয়ে তার বিরুদ্ধে স্যোশাল মিডিয়াতে খুব বাজেভাবে উপস্থাপন করা হচ্ছে। এতে আমি এবং আমার দলের ইমেজ নষ্ট হচ্ছে। আমি  এর সুষ্ঠু তদন্ত চাই। আইনের মাধ্যমে অপরাধীদের যেনো ধরা যায়, এজন্য মামলাটি দায়ের করা হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর