প্রকাশ: ১ অক্টোবর ২০১৯, ২২:৫৮
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাত থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এসব কর্মকর্তার বদলি ও পদায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। ক্যাসিনোকাণ্ডে আলোচিত থানা মতিঝিলের ওসি মো. ওমর ফারুক ছাড়াও মিরপুর মডেল থানা ও কোতোয়ালি থানার ওসিদের পদ থেকে সরিয়ে ডিএমপির গোয়েন্দা শাখায় পদায়ন করা হয়েছে।
উত্তরা-পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) পরিতোষ চন্দ্রকে কলাবাগান থানার ওসি, বিমানবন্দর থানার পরিদর্শক ( তদন্ত) মোক্তারুজ্জামানকে ভাটারা থানার ওসি, সবুজবাগ থানার পরিদর্শক(তদন্ত) মফিজুল ইলমকে শ্যামপুর থানার ওসি ও বনানী থানার পরিদর্শক মোহাম্মদ বোরহান উদ্দিনকে খিলক্ষেত থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।