পুলিশের ওপর হামলা; নব্য জেএমবির দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১৪ই অক্টোবর ২০১৯ ১০:১০ পূর্বাহ্ন
পুলিশের ওপর হামলা; নব্য জেএমবির দুই সদস্য গ্রেফতার

পুলিশের ওপর আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা হাতে তৈরি বোমা-গ্রেনেড) হামলায় জড়িত নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান জানান, রাজধানীর গুলিস্তান ও সায়েন্সল্যাব এলাকায় পুলিশের ওপর আইইডি হামলায় গ্রেফতার নব্য জেএমবির এই দুই সদস্য জড়িত।

আজ বেলা ১১টায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ইনিউজ৭১/জিয়া