কালকিনিতে অসহায় কৃষকের দুই লক্ষাধীক টাকার গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষ

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৭ই অক্টোবর ২০১৯ ০২:৪৮ অপরাহ্ন
কালকিনিতে অসহায় কৃষকের দুই লক্ষাধীক টাকার গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষ

মাদারীপুরের কালকিনিতে মোঃ আল আমিন খান নামের এক অসহায় কৃষকের বিভিন্ন প্রজাতির প্রায় দুই লক্ষাধীক টাকার গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষ। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ওই অসহায় কৃষক। আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ভূক্তভোগী পরিবার। এলাকা ও ভূক্তভোগী পরিবার সুত্রে জানা জেছে, উপজেলার সাহেবরামপুর এলাকার দক্ষিন সাহেবরামপুর গ্রামের অসহায় কৃষক মোঃ আল আমিন তার বাড়ির পৈত্রিক সম্পত্তিতে ১০ বছর পূর্বে মেহোগনী, আম, জাম ও রেইনট্রিসহ বিভিন্ন প্রজাতির প্রায় দুইশত গাছে রোপন করেন। এদিকে দীর্ঘদিন যাবত আল আমিন ঢাকায় বসবাস করে আসছেন।

এ সুযোগে একই এলাকার মোঃ লুৎফর রহমান নামের এক প্রভাবশালী তার লোকজন নিয়ে অসহায় আল আমিনের গাছের বাগানের প্রায় ৩০টি গাছ কেটে নিয়ে যায়। এ খবর আল আমিন জানতে পেরে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে কালকিনি থানা পলিশ সরেজমিন তদন্ত করেন। ভূক্তভোগী অসহায় কৃষক মোঃ আল আমিন খান বলেন, আমার লাগানো প্রায় দুই লক্ষাধীক টাকার গাছ কেটে নিয়েছে প্রভাবশালী লুৎফর। আমি তাকে জিজ্ঞেস করলে সে উল্টো আমাকে হত্যার হুমতি দেয়। তাই আমি থানায় অভিযোগ দিয়েছি এবং তাদের বিরুদ্ধে মামলা করবো। অভিযুক্ত মোঃ লুৎফর রহমান বলেন, আমার জমির গাছ আমি কেটেছি। এ ব্যাপারে কালকিনি ওসি মোঃ মোফাজ্জেল হোসেন বলেন, এ বিষয় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।
ইনিউজ ৭১/এম.আর