“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এ প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে থানার পুলিশ পরিদর্শক শওকত কবিরের সভাপতিত্বে ও উপ-পরির্দশক মনোয়ার হোসেনের স ালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা। উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক একেএম ফজলুল হক কাশেম, সদস্য সরফুল হক উজ্জল, মুক্তার হোসেন, কামরুল হাসান সবুজ, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের নেতা মখলেছুর রহমান, মোজাম্মেল হক, আবদুল্লাহেল বাকী, জাহেদুর রহমান, মোফাজ্জল হোসেন, আনিছুর রহমান প্রমূখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।