ইন্দুরকানী কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২৬শে অক্টোবর ২০১৯ ০৪:৫৭ অপরাহ্ন
ইন্দুরকানী কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী

ইন্দুরকানী বাল্য বিয়ে-জঙ্গী-সন্ত্রাস ও মাদক নির্মূলে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ”পুলিশের সঙ্গে কাজ করি মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই স্লোগানে সামনে রেখে ইন্দুরকানী কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

শনিবার ইন্দুরকানী থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীটি ইন্দুরকানী থানার সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মোঃ মাহমুদুল হক দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডঃ এম মতিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সরকারি ইন্দুরকানী কলেজে অধ্যক্ষ মনিরুজ্জান বুলবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান, পত্তাশী ইউপি চেয়ারম্যান হাওলাদার মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান,উপজেলা কমুনিউটি পুলিশিং এর সাধারণ  সম্পাদক ও উপজেলা আওয়ামিলীগ সাংগঠনিক সম্পাদক মাঃ গীয়াশ উদ্দিন সেলিম,  উপজেলা ছাত্রলীগে সভাপতি মোঃ আতিকুর রহমান ছগির সহ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।