বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর জন্য ১০ নম্বর সতর্কতা সংকেত দেওয়ার পরও আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেনি দুর্যোগের ঝুকিতে থাকা পিরোজপুরের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ। মূলত বড় ধরণের ঝড় সৃষ্টি না হওয়ায় সাধারণ মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেনি। যদিও ২২৮টি আশ্রয়কেন্দ্র প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ১ লক্ষ ৭৩ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে।
এদিকে সাধারণ মানুষকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং অব্যহত রয়েছে এবং টাঙিয়ে দেওয়া হয়েছে ঝুকিপূর্ণ চিহ্ন সম্বলিত পতাকা। এছাড়া নদীতে বৃদ্ধি পেয়েছে পানির উচ্চতা।
এদিকে দুর্যোগ আক্রান্ত মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে ১৬৯ টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ৭টি উপজেলায় একটি করে এবং জেলায় আরও একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়া দুর্যোগ পরবর্তী সময়ে জরুরী ভিত্তিতে সেবা দেওয়ার জন্য ১,২৭৫ জন স্বেচ্ছাসেবক এবং ৪৩৫ জন স্কাউট সদস্য প্রস্তুত রয়েছে। এছাড়া আজ শনিবার বিকেলে এক জরুরি সভা ডেকেছে জেলা প্রশাসক।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।