প্রকাশ: ৯ ডিসেম্বর ২০১৯, ৩:১৮
সরাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোবার( ৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াঙ্কা। এসময় উপস্থিত ছিলেন সরাইল থানা অফিসার ইনর্চাজ মোঃ সাহাদাত হোসেন টিটো। সভার শুরুতে ইউনিয়ন ভিত্তিক সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং গত সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা বলেন, দাঙ্গা, মাদক,জুয়াও সকল সামাজিক ব্যাধির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান। তাছাড়া তিনি ওয়াজ ওরশসহ মসজিদ,
মাদ্রাসা ও অন্যান্য প্রতিষ্ঠানে আয়োজিত রাত দশটার পর মাইকের শব্দ কারণে পরিক্ষার্থীদের যাতে কোন সমস্যা না হয়। এই বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কে সংলিষ্ট আয়োজকদের সাথে আলোচনা করতে বলেন। তিনি আরো বলেন, ফুটপাত ও সরকারি জায়গা উদ্ধার অভিযান চলবে। মহান বিজয় দিবস যতাযোগ্য মর্যাদায় সম্মিলিতভাবে পালন করতে সকলের সহযোগিতাও উপস্থিত থাকার আহ্বান জানান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় কমিটির সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।আরো আলোচনা করেন, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ নোমান মিয়া, সরাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মৃধা আহামদ কামাল,সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহজাদা পুর ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খোকন, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূইয়া,পাকশিমুল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,নোয়াগাঁ ইউপি চেয়ারম্যান মোঃ কাজল চৌধুরী,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবু নাইম মৃধা. উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ,সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আয়ুইব খান,শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রাজিব আহামদ রাজি প্রমুখ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব