পটুয়াখালীর কলাপাড়ায় ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সশস্ত্র রক্তক্ষয়ী সংঘর্ষে নারী ও বাক প্রতিবন্ধীসহ অন্তত পনের জন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ধানখালী ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত এগারো জনকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। আহতরা হলেন একই এলাকার রিপন মাতুব্বর, বাচ্চু মাতুব্বর, আলতাফ হোসেন, বশির মাতুব্বর, বাবুল হাওলাদার, নিজাম হাওলাদার, মিরাজ ফকির, সর ভানু, বাক প্রতিবন্ধী আবুল হাওলাদার, কাসেম ও রিমা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চার একর জমির দখল নিয়ে আলতাফ হোসেন ও বাবুল হাওলাদারের মধ্যে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে বিরোধীয় জমিতে আলতাফের লোকজন জমির ধান কাটতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়।
পরে হাতহাাতর এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। প্রায় ৩৫ মিনিট ধরে ধাওয়া পাল্টা ধাওয়ার এ সংঘর্ষে পনের জন আহত হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানায়, সংঘর্ষের ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। তবে এ এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।