নেছারাবাদের প্রত্যন্ত এলাকায় মানবতার দেয়াল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২২শে ডিসেম্বর ২০১৯ ০৪:৫৪ অপরাহ্ন
নেছারাবাদের প্রত্যন্ত এলাকায় মানবতার দেয়াল

নেছারাবাদ উপজলার সিমান্তবর্তী ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের ওয়াজেদিয়া বিদ্যালয়ের রাস্তার পাশে দেয়ালের গায়ে অনেক পুরানো পোশাক জুলানো। এমন ব্যাপারটি দেখে জানার জন্য দাড়ালাম রাস্তায়। আর একটু চোখ রাখতেই দেয়ালে একটা জোলানো ব্যানারে লেখা 'মানবতার দেয়াল'।  সেখানে আরো লেখা, "আসুন সুখ গুলো ভাগাভাগি করি। আপনার অপ্রয়োজনীয় জিনিসটি এখানে রেখে যান। অপরপাশে লেখা আছে, আপনার প্রয়োজনীয় জিনিসটি এখান থেকে নিয়ে যান"।

তখন বিষয়টি বোঝা গেল, এটা হল মানবতার দেয়াল। যে দেয়ালের সাথে সম্পর্ক থাকবে গরীব ধনী সবার। উপজেলার সীমান্তবর্তী ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের প্রত্যন্ত এলাকায় এরকম মানবতার দেয়াল অনেকের চোখেই এটা প্রথম হবে। ওই মানবতার দেয়ালে জোলানো রয়েছে বেশ কিছু পোশাকও। ছবি তুলতেই, স্থানীয়,দুই যুবক এসে দাড়িয়ে বললো এটা তাদের উদ্যেগে করা হয়েছে এবং এ কর্মকান্ডে গ্রামে বেশ সাড়াও পড়েছে। তারা বলেন, প্রতিদিনই বেশ কিছু পোশাক আসছে, আবার অনেক পোশাক অনেকে নিয়েও যাচ্ছেন।

স্থানীয় হিউম্যান ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন ইলুহার ইউনিয়ন শাখার উদ্যেগে এই মানবতার দেয়ালটি তৈরি হয়েছে। সংগঠণটির যুগ্ন আহবায়ক মাসুম বিল্লাহ রুবেল বলেন, গ্রামে অনেক নিম্ম বিত্ত, অসহায় গরীব লোকের বসবাস রয়েছে। পাশাপাশি রয়েছে অনেক বিত্তবান লোকের বসবাস। যাদের রয়েছে দামি দামি অনেক পোশাকাদি। অপরধারে ওই অসহায়, নিম্নবিত্তরা যারা চাইলেই পরিবারের চাহিদা অনুযায়ি পোশাকাদি কিনতে পারেন না।

আবার কেহ সরাসরি তাদের কিছু দিতে চাইলেও সামাজিক লজ্জাবোধ মনে করে নিতেও চাননা। তাই অসহায়দের হাতে প্রয়োজনীয় পোশাকগুলো তুলে দিতে এই মানবতার দেয়াল। এখানে কেহ চাইলে অপ্রয়োজনীয় পোশাক রেখে যাবে। অপরদিক কারো প্রয়োজন হলে প্রয়োজনীয় পোশাকটি এখান থেকে নিয়ে যাবেন।

ইনিউজ ৭১/এম.আর