বছরের প্রথম সূর্য দর্শন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার ১লা জানুয়ারী ২০২০ ১০:৪০ পূর্বাহ্ন
বছরের প্রথম সূর্য দর্শন

‘যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়।’ বিদায় দিতে না চাইলেও কবিতার পঙক্তির মতো বিদায় নিল আরও একটি বছর। নতুন বছরের প্রথম সূর্যে যাত্রা শুরু নতুন দিনের। পুরনো গ্লানিকে বিদায় জানিয়ে নতুন বছর বরণে বিশ্বজুড়ে ছিল নানা আয়োজন। নিজেদের মতো করে ২০২০ সালকে স্বাগত জানিয়েছে বাঙালিও। থার্টিফাস্ট শেষেই শুরু হয় নতুন ভোরের। আনন্দ আর শান্তির বার্তা নিয়ে কুয়াশা ভেদ করে পূর্ব আকাশে সূর্যের আগমণ। উঁকি দিয়ে সূর্য জানান দেয় ইংরেজি নববর্ষের প্রথম প্রহরের।

নববর্ষের প্রথম সূর্যকে নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন- 

প্রথম দিনের সূর্য
প্রশ্ন করেছিল
সত্তার নতুন
আবির্ভাবে
কে তুমি?
মেলেনি উত্তর।

বৎসর বৎসর চলে গেলো।
দিবসের শেষ সূর্য
শেষ প্রশ্ন উচ্চারিল
পশ্চিম সাগরতীরে
নিস্তব্ধ সন্ধ্যায়
কে তুমি?
পেলো না উত্তর।

ইনিউজ ৭১/এম.আর