শনিবার থেকে আসছে ফের শৈতপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৯ই জানুয়ারী ২০২০ ১১:৩১ পূর্বাহ্ন
শনিবার থেকে আসছে ফের শৈতপ্রবাহ

শনিবার থেকে আবারও শৈত্যপ্রবাহ হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দেয়া পূর্বাভাসে বলা হয়,  আগামী শনিবার থেকে সোমবার (১১-১৩ জানুয়ারি) এ তিনদিনে শীতের তীব্রতা অনেকটাই বাড়তে পারে।এর আগে ডিসেম্বরের শেষ দিকে এবং জানুয়ারির শুরুতে ঢাকাসহ সারাদেশে দুই দফা মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়।

আবহাওয়া অধিদফতর জানায়, বৃহস্পতিবার নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।এদিকে শীতের তীব্রতা বাড়ায়  দুর্ভোগে পড়েছেন উত্তরাঞ্চলের মানুষ। হিমেল হাওয়া ও প্রচণ্ড ঠান্ডায় অনেকটাই কাহিল হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে ওই অঞ্চলের যানবাহনগুলোকে।