রাজবাড়ী সদর থানা হতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৬ই ফেব্রুয়ারি ২০২০ ১২:০২ অপরাহ্ন
রাজবাড়ী সদর থানা হতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-৮, সিপিসি-২,ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৫/০২/২০২০ইং তারিখ রাতে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন কলেজ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃ আবুল কালাম আজাদ সিহাব মোল্লা (৪৩) পিতা- মৃত মোজাম্মেল হক, সাং- নাটিয়াবাড়ি, পোস্ট- রাজ নারায়নপুর, থানা- আমিনপুর, জেলা- পাবনা, এ/পি- বিনোদপুর রেলওয়ে কলোনী আলম মৌড়ির বাসার পেছনে, ২। মোঃ আলতাফ হোসেন(৩০), পিতা-মৃত ইজ্জত আলী মল্লিক, সাং-২নং ভেড়াডাঙ্গা, উভয় থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ীদ্বয়’কে আটক করে।

এ সময় আটককৃত আসামীদের হেফাজতে থাকা ৪৯০ (চারশত নব্বই) পিচ ইয়াবা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৪টি সীমকার্ডসহ ০২ মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 
ইনিউজ ৭১/এম.আর