আসেন তাদের সাহায্যে পাশে দাঁড়ায়?

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বুধবার ৮ই জানুয়ারী ২০২০ ০৩:৪২ অপরাহ্ন
আসেন তাদের সাহায্যে পাশে দাঁড়ায়?

সুখ দুঃখ জীবনের সাথে জড়িয়ে থাকে, বলে মানব জীবন এত মধুর, প্রচন্ড শীতে হতদরিদ্র মানুষেরা কষ্টে রাত দিন যাপন করছে, তাদেরকে একটু সাহায্য করলে প্রচণ্ড শীতে উষ্ণনতায় পাবে সুখ শীর্তাত মানুষ।মার্কেটের সামনে,রাস্তার পাশে বসে, বাসস্ট্যান্ডের পাশে, গাছতলায় কিংবা ব্রিজের রেলিংয়ে ছেঁরাতেনা লাম্বা কাপড়,কখনো লুঙ্গি অথবা গামছা দিয়ে শরিরটা মুড়িয়ে শুয়ে আছে কত ছিন্নমূল মানুষ আর পথশিশু।

উষ্ণ কাপড়ের অভাবে শীতের সাথে আলিঙ্গন করে রাত্রিযাপন করছে। অথচ, আমরা হয়তো গেলো বছরের শীত সিজনের পোশাকটা থাকার পরেও আরেকটা কেনার ইচ্ছে করছি। কেউ কেউ হয়তো ৫শ - হাজার খানেক টাকা দিয়ে কিনেও নিয়েছি। যাই হোক, পুরনোটা দিয়ে আমরা পারি অসহায়-দরিদ্র আর ছিন্নমূল শীতার্ত মানুষগুলোকে হাড় কাঁপানো শীত থেকে বাঁচাতে।

আজ (৮ জানুয়ারি) বুধবার সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিতে আসে বিশু তারা গ্রামের জোনোরা বেগম( ৩০) শীতের কাঁপুনিতে সাথে তার বাচ্চাকে নিয়ে ডাক্তার দেখাবে হাসপাতালে। বাচ্চাকে নিয়ে বসে শীতে কাঁপছে জোনোরা কথা হলে সে জানান, গরম কাপড় কোথায় পাব, এবার একটা কম্বল ও কেউ আমাকে দিলো না, বাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্টে আছি।তার ওপর ভর করেছে ঠাণ্ডাজনিত রোগ। 

দেখা হয়,বৃদ্ধ মহিলা চিকিৎসার জন্য আসে হাসপাতালে জিজ্ঞেস করতে বলে গরম কাপড় নাই-রে..কোন ভাবে একটা কাপড় গায়ে দিয়ে কি শীত মানে? এদিকে দেখা যায়,মোড়ে প্রচণ্ড শীতে কাগজে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।সকল ধর্মে মানবসেবার কথা বলা হয়েছে।শুধু ইসলামই নয়, প্রতিটি ধর্মে মানবসেবার গুরুত্ব রয়েছে। ইসলাম ধর্ম তাঁর অনুসারীদের জন্য একে একটি ইবাদত হিসেবে গণ্য করে। প্রকৃতির আবর্তন-বিবর্তন, পরিবর্তন ও বিরূপ প্রভাব মহান আল্লাহ তাআলার শ্রেষ্টত্বের প্রমাণ এবং এর মধ্যেও মহান আল্লাহর আনুগত্যের আহবান ধ্বনিত হয় ‘

ইনিউজ ৭১/এম.আর