যাত্রী সংকট, বিমানের ৯ ফ্লাইট বাতিল
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ রুটের আটটি ফ্লাইট ও নেপালের কাঠমান্ডুগামী একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি ফ্লাইট বাতিলের কারণ না জানালেও সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে এসব রুটে চরম যাত্রী সংকট দেখা দিয়েছে। তাই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে।
বিমানের সিইও মোকাব্বির জানান, ২১ মার্চের যশোর, সৈয়দপুর, রাজশাহী, কক্সবাজারের একটি করে ফ্লাইট, ১৯ মার্চের চট্টগ্রামের একটি ফ্লাইট, ১৯ ও ২০ মার্চের সিলেটের ফ্লাইট এবং ২২ মার্চের কাঠমান্ডুর ফ্লাইট বাতিল করা হয়েছে।
তিনি আরও জানান, আমরা ২২ মার্চের কাঠমান্ডু ফ্লাইটের যাত্রীদের ১৯ মার্চের ফ্লাইটে যাওয়ার অনুরোধ করছি। এদিকে করোনাভাইরাসের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এরই মধ্যে ভারত, কুয়েত, কাতার, সৌদি আরব, ওমান ও মালয়েশিয়া রুটের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।