প্রকাশ: ৭ মে ২০২০, ২১:৪৪
প্রাণঘাতী করোনা ভাইরাস ধীরে ধীরে মহামারি রুপ ধারণ করেছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রতিদিন দেশে ৮-১০ জন মারা যাচ্ছে ও সংক্রমিত হচ্ছেন শত শত মানুষ। তবুও সাধারণ মানুষের টনক নড়ছে না। নিয়ম না মেনে সেই জনসমাগম করছেই, এক বাড়ি থেকে অন্য বাড়ি যাচ্ছেই ও প্রশাসনের কাছে কোনো না কোনো অযুহাত দেখি তারা বাইরে বের হচ্ছেই।
তিনি (০৫ মে) মঙ্গলবার জানান, লকডাউনের নির্দেশনা পাওয়ার পর পরই তাদের এখানের সড়কটিতে চেকপোস্ট বসিয়েছে। ২৪ ঘন্টায় তাদের চেকপোস্টের কার্যক্রম চলে। একমাত্র জরুরি সেবার পরিবহন ছাড়া আর কোনো পরিবহন বা মানুষকে যাতায়াত করতে দেওয়া হয় না। কিন্ত কিছু মানুষ আছে যারা অসচেতন ভাবে বাসা থেকে বের হয়ে ঘুরাঘুরি করে৷ তাদেরকে প্রশ্ন করা হলে কোনো না কোনো মিথ্যার আস্রয় নিয়ে তাদের কাছ থেকে বেঁচে যায়।