বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বোরহানউদ্দিন পৌরসভার ২ হাজার ৪০০ দুস্থ, অসহায় ও খেটে খাওয়া দরিদ্র মানুষের জন্য ১০ টাকা কেজি দরে খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে ধেহিক দূরত্ব বজায় রেখে বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ওই বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ওই সময় পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, ইউএনও(ভারপ্রাপ্ত) মো. বশির গাজী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবু বকর সিদ্দিক জানান,সপ্তাহে তিনদিন চাল বিক্রি কার্যক্রম চলবে। সপ্তাহে রবিববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এ তিনদিন নির্ধারিত ৩ জন ডিলার চাল বিক্রি করবেন। ২ হাজার ৪ শত পরিবার তাঁদের নামে ইস্যু করা কার্ড প্রদর্শন করে ওই তিন দিনের যেকোন দিন মাসে সর্বোচ্চ ২০ কেজি চাল ক্রয় করতে পারবেন। পৌরসভার বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, সরকারি আব্দুল জব্বার কলেজ মাঠ ও উপজেলা পরিষদ চত্বরের তিনটি স্পট থেকে চাল কেনা যাবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।