পিরোজপুরের কাউখালী প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের ঈদ উপহার সামগ্রী দিলেন কুমিল্লার পুলিশ সুপার আবদুল আল মামুন। সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আল মামুনের বাবা-মায়ের নামে রাজাপুর উপজেলার গালুয়া গ্রামে প্রতিষ্ঠিত মনোয়ার-মমতাজ ফাউন্ডেশন এবং মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগারের সার্বিক ব্যবস্থাপনায় তার বাবা সাবেক ওসি ও কাউখালী অবসর ভবনের সভাপতি মনোয়ার হোসেন মিয়া সাংবাদিকদের এসব উপহার সামগ্রী পৌঁছে দেন।
উপহার সামগ্রী বুঝে নেন কাউখালী প্রেসক্লাব সভাপতি তারিকুল ইসলাম পান্নু ও সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ।পরে তা সদস্যদের মাঝে বিতরণ করা হয়। কাউখালী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈযদ বশির আহম্মেদ বলেন, বর্তমান মহামরি করোনা ভাইরাস সংকটে মূলত সাংবাদিকদেও কেউ খোজ খবর রাখে না। গণমাধ্যমবান্ধব কুমিল্লার পুলিশ সুপার আবদুল আল মামুন তিনি বাহিরে থেকেও পেশাদার সাংবাদিকদের কথা স্মরনে রেখে ঈদ উপহার সামগ্রী দিয়েছেন সকল সদস্যগনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।