ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানাপুলিশের পৃথক অভিযানে ৯ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়েছে। এসময়ে এসব মাদক বহনের দায়ে এক নারী ও এক যুবককে আটক করে পুলিশ।এ ব্যাপারে বিশ্বরোড় খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে এম মনিরুজ্জামান চৌধুরী জানান, আজ সোমবার দুপুর তিনটায় ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল বিশ্বরোড মোড় এলাকায় খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ অভিযান চালিয়ে ৯ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ বেবি সুলতানা (৩০) নামে এক নারীকে আটক করেন।
সে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার শরিয়তপুর গ্রামের দিলবর মিয়ার স্ত্রী। অপর জন আজ সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কে খাঁটিহাতা হাইওয়ে থানার সামনে চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে এএসআই নিয়ামত ৩৪ ভারতীয় ফেনসিডিলসহ সুজিত (৩৫) নামে এক যুবককে আটক করেন। সে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার লাল মোহনের ছেলে। তিনি আরোও বলেন,মাদকসহ আটক তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মাদক বিরোধী অভিযান চলবে।
ইনিউজ ৭১/ জি.হা
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।