বরিশালের হিজলা উপজেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মনজুর মোর্শেদ টিটর উপর হামলা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। এ হামলায় তার ছোট ভাই হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী সামসুল আরিফিন টিপু্ও আহত হয়েছে। তারা দুজনই হিজলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
ঘটনার ব্যাপারে সৈয়দ মনজুর মোর্শেদ টিটু ইনিউজ৭১কে জানান, ১জুন সোমবার সকাল ৯টায় তিনি তার দূর্গাপুরের নিজস্ব খামারেই ছিলেন। খামারে কর্মচারীকে কাজ বুঝিয়ে দিয়ে বাড়িতে চলে যান। বাড়ি পৌঁছনোর কিছুক্ষণ পরে কর্মচারী তাকে মোবাইল জানায় কেউ একজন এসে তার কাজ বন্ধ করে দিয়েছে। খবর পেয়ে ছোট ভাইকে সাথে নিয়ে খামারে আসার সাথে সাথে স্থানীয় সন্ত্রাসী মোক্তার সহ আরো ৭থেকে ৮জন মিলে কোদাল,দা এবং শাবল নিয়ে তাদের উপর হামলা চালায়।
পরে স্থানীয়দের সহায়তায় তাদেরকে হাসপাতালে আনা হয়েছে। হামলার ঘটনা শুনে তাকে দেখতে হাসপাতালে ছুটে এসেছেন হিজলা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বড়জালিয়া ইউপি চেয়ারম্যান পন্ডিত সাহবুদ্দিন আহমেদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মিন্টু সহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা জানান এই হামলার ঘটনায় হিজলা থানায় মামলার প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।