মাদারীপুরে নিখোঁজের দুইদিন পরে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১২ই জুন ২০২০ ০৪:০৭ অপরাহ্ন
মাদারীপুরে নিখোঁজের দুইদিন পরে যুবকের লাশ উদ্ধার

মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী দীঘির পাড় গ্রামের একটি পুকুর থেকে শুক্রবার সকাল ১০টার দিকে নিখোঁজের দুই দিন পর ধঞ্জয় বাড়ৈ (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ধঞ্জয় বাড়ৈ একই এলাকার ধলু বাড়ৈর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে রাতের বেলা বাড়ির পাশের বিলে সুমন বাড়ৈ, প্রতুল বাড়ৈ ও ধঞ্জয় বাড়ৈ এক সাথে মাছ ধরতে যায়। সুমন ও প্রতুল বাড়ি ফিরে আসলেও ধঞ্জয় বাড়ি ফিরে আসেনি। পরে তার পরিবার খোঁজাখুঁজি করে ধঞ্জয়কে না পেয়ে রাজৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর আজ শুক্রবার সকালে একটি পুকুরে ধঞ্জয়ের রক্তাক্ত মরদেশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে। 

এ ব্যাপারে নিহত ধঞ্জয়ের বাবা ধলু বাড়ৈ বলেন, কয়েক দিন আগে আমাদের সাথে সরদা বাড়ৈর দ্বন্দ্ব হয়েছিল। অনুমান করছি তারাই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। আমার ছেলে হত্যার বিচার চাই।

রাজৈর থানার ওসি শওকত জাহান জানান, নিখোঁজের দুইদিন পরে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।