মাদারীপুর সদর হাসপাতালে আইসোলেনে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১০.৩০মিনিটের দিকে করোনা উপসর্গ নিয়ে পরান পোদ্দার(৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পরান পোদ্দার মাদারীপুর শহরের কুলপদ্দী এলাকার হরেকৃষ্ণ পোদ্দারের ছেলে।
মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, মাদারীপুর সদর হাসপাতালে গত রাত সাড়ে ১০টার দিকে করোনা উপসর্গ নিয়ে পরান পোদ্দার (৫০) নামে এক ব্যক্তি জরুরী বিভাগে আসেন। জরুরী বিভাগের আসার পরেই তার মৃত্যু হয়। তার করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসার পর জানা যাবে সে করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা।
মাদারীপুরে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চলতি মাসে করোনা উপসর্গ নিয়ে তিনজন মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৫৩ জন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।