উখিয়ায় আনসার ভিডিপির উদ্যোগে চারা রোপন কর্মসুচী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২০শে জুলাই ২০২০ ০৫:৫৮ অপরাহ্ন
উখিয়ায় আনসার ভিডিপির উদ্যোগে চারা রোপন কর্মসুচী

উখিয়া(কক্সবাজার)থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের উখিয়া উপজেলায় সকল ইউনিয়ন ভিডিপি দলনেতা, দলনেত্রী, সহকারী আনসার কমান্ডারদের মাঝে ঔষধি ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।এতে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আশপাশে ও উপজেলা পরিষদে বিভিন্ন প্রজাতির ঔষধি ও ফজল গাছের চারা রোপন করা হয়েছে।

এসময় উখিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রোকিয়া বেগম (ভারপ্রাপ্ত) উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক ফরিদুল আলম ও উপজেলা কোম্পানি কমান্ডার জসিম উদ্দিন চৌধুরী,সহকারি কোম্পানী কমান্ডার ডা. আব্দুল আজিজ আজাদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।