ভোলার বোরহানউদ্দিনে করোনাভাইরাসে(কোভিড-১৯)আক্রান্ত সন্দেহে পাঠনো নমুনায় একদিনে সর্বোচ নতুন ৪ ব্যক্তির করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পপনা কর্মকর্তা ডা. তপতী চৌধুরী ওই তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, আক্রান্ত ৪ ব্যক্তি গত শুক্রবার(৫ জুন) উপসর্গ থাকায় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার জন্য নমুনা দেন। আজ বৃহস্পতিবার শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁদের ফলাফল পজেটিভ আসে।
আক্রান্ত এক ব্যক্তি বোরহানউদ্দিন পৌরসভার সাত নাম্বার ওয়ার্ডের বাসিন্দা। সে উপজেলার একটি ইউনিয়ন পরিষদের সচিব পদে কর্মরত। এছাড়া ৫৫ বছর বয়সী পৌরসভার দুই নাম্বার ওয়ার্ডের বাসিন্দা আরেক আক্রান্ত রোগী তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী স্বাস্থ্য পরিদর্শক পদে কর্মরত। ৫০ বছর বয়সী গঙ্গাপুর ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের জয়া গ্রামের বাসিন্দা অন্য করোনা রোগী স্থানীয় জয়ার হাট বাজারে সারের ব্যবসায়ী। এছাড়া চতুর্থ রোগী পৌরসভার পাঁচ নাম্বার ওয়ার্ডের ডাইভারশন রোডের বাসিন্দা হাসান নগর ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়েরর প্রধান শিক্ষক।
উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. বশির গাজী জানান, সংশ্লিষ্ট এলাকায় লকডাউনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
গত ২৩ এপ্রিল বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ বছরের এক কণ্যা শিশু প্রথম করোনায় আক্রান্ত হয়। বাড়িতে আইসোলেসনে থাকার পর গত ৭ মে ওই শিশুকে সুস্থ ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।