ব্রাক্ষণবাড়িয়া জেলায় লকডাউন শিথিলের পর থেকেই সংক্রমণ ঝুঁকির মধ্যেই স্বাস্থ্যবিধির নানা শর্ত শাপেক্ষে খোলা হয়েছে উপজেলার বিভিন্ন দোকানসহ ছোট-বড় সব মার্কেট। সরাইল উপজেলায় শুরু থেকে প্রশাসনের এই নির্দেশনা মানলেও এখন তা মানছেনা অধিকাংশ মার্কেটের দোকানি ও রাস্তার পাশে ফুটপাতে ব্যবসায়ীরা শনিবার বিকেলে সরাইল সদর উচালিয়া পাড়ার মোড়ে এমন দৃশ্য দেখা যায়। বিভিন্ন যানবাহন চালক ও যাত্রীসহ অধিকাংশ মানুষের মুখে মাস্ক দেখা যায়নি, অনেকেই ই'নিউজ৭১ প্রতিনিধিকে বলেন, মাস্ক ঘরে রেখেছেন বা পকেটে রাখা আছে। জরুরী কাজে বের হচ্ছে কিন্তু সামাজিক দুরত্ব বা স্বাস্হ্যবিধি সঠিকভাবে মানা হচ্ছে না।
বিক্রেতা-ক্রেতার সুরক্ষার জন্য দোকানে বা মার্কেটগুলোতে কিছু কিছু দোকানের গেটের সামনে হাতে জীবাণুনাশক স্প্রে নিয়ে দাঁড়িয়ে থাকা কর্মরত ব্যক্তিদের শুরু থেকে দেখা গেলেও অনেক মার্কেটের সামনে এখন আর তাদেরকে দেখা যায়নি। সরেজমিনে দেখা যায়,সরাইল উপজেলার বিভিন্ন বাজারে বা দোকানে জীবাণুনাশক স্প্রে ব্যবস্থা থাকলেও বর্তমানে এখন তা নেই। সরাইল সদর, অরুয়াইল বাজার, কালিকচ্ছ বাজার, পাকশিমুল ভূঁইশ্বর বাজার, শাহবাজপুর এলাকায় দেখা গেল একই চিত্র। অধিকাংশ মার্কেটের সামনে শুরু থেকে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হলেও এখন তা আর নেই। ক্রেতারা দলবেধে হুড়মুড় করে হাত না ধুয়েই মার্কেটে প্রবেশ করছে।
এমনকি তাদের কে দেয়া হচ্ছেনা কোনো জীবাণুনাশক সুরক্ষা ব্যবস্থা। অনেক ক্রেতা-বিক্রেতার, বিভিন্ন যানবাহন চালক, ফুটপাত ফল ব্যবসায়ী, মোড়ে গ্রামাঞ্চলে চা দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডায় মানুষের মুখে মাস্ক দেখা যায়নি। সচেতনতা যেমন কমেছে বিভিন্ন অজুহাতে মানছেনা সামাজিক দূরত্বও স্বাস্হ্যবিধি। প্রথম দিকে মানতে দেখা গেলেও এখন তা মানছেনা অনেকেই।
সচেতন মহলের মতে, প্রতিটি মার্কেটের মধ্যেই ক্রেতাদের ভিড় রয়েছে। করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে মার্কেটের সামনে জীবাণুনাশক স্প্রে সুরক্ষা ব্যবস্থা না থাকায় করোনা সংক্রমণ ঝুঁকি নিয়েই আসা যাওয়া করতে হচ্ছে ক্রেতাদের। এতে করে সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন তারা।এদিকে সরাইল উপজেলা স্বাস্হ্য বিভাগ সুত্রে জানান, শনিবার (১৮ জুলাই ) নতুন করে ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। উপজেলা এপযর্ন্ত আক্রান্তের সংখ্যা ১০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ জন। সরাইল উপজেলা জুড়ে ৬৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এর মাঝে নমুনা রেজাল্ট এসেছে ৬৮০ জনের।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।