বাস চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন বিএসএমএমইউ হাসপাতালের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের টেকনিক্যাল অফিসার আফরোজা পারভীন। দুর্ঘটনায় তার ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর সৈনিক ক্লাব মোড়ে পিপিএল-এর একটি বাস থেকে নামার পর সেই বাসই তাকে চাপা দেয়৷
নরসিংদী থেকে নিজ বাসায় ফিরছিলেন তিনি।আফরোজাকে আশঙ্কজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে বনানী থানা পুলিশ। চালক ও হেলপার পলাতক।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।